আওয়ার ইসলাম: আগামী ১৫ অগস্টই প্রধানমন্ত্রী হিসাবে লালকেল্লায় শেষবার ভাষণ দেবেন নরেন্দ্র মোদী৷ কারণ, ২০১৯-এর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর কুর্সিতে আর থাকবেন না নরেন্দ্র মোদী৷ ত্রিপুরায় জয়লাভের পরের দিন, রবিবার এ ভাবেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷
শুধু তাই নয়৷ তৃণমূল কংগ্রেসের টার্গেট যে এ বার দিল্লি, সেই বিষয়টিও এ দিন ফের জানিয়ে দিল ঘাসফুল শিবির৷ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নেতা তথা দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন রবিবার এমনই জানিয়েছেন, ২০১৮-তেই লালকেল্লায় শেষবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কারণ, ২০১৯-এর স্বাধীনতা দিবসে তিনি আর প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকবেন না৷ তাই ২০১৯-এ তাঁর লালকেল্লায় ভাষণ দেওয়া হবে না৷
একই সঙ্গে এ দিন তিনি এমনই জানিয়েছেন, ত্রিপুরায় লালদুর্গের পতন ঘটিয়ে যতই উৎসাহিত হোক না কেন, ২০১৯-এর পর দিল্লির কুর্সিতে বিজেপি থাকবে না৷ ২০১৮-ই বিজেপির শেষ বছর৷ কর্নাটক, রাজস্থান, মধ্যপ্রদেশের আসন্ন নির্বাচনেই তার প্রমাণ পাওয়া যাবে বলেও এ দিন জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নেতা৷
ত্রিপুরায় বিজেপির জয়লাভকে কটাক্ষ করে ডেরেক ও’ব্রায়েন এ দিন জানিয়েছেন, বিজেপি যে রাজ্যে জিতে এত উৎফুল্ল, তা একটা জেলার থেকেও ছোট৷ পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা হাওড়ার থেকেও কম ভোট ত্রিপুরায়৷