বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

খালেদা জিয়ার মামলার নথির বিষয়ে সরকারকে হস্তক্ষেপ না করার অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নথি উচ্চ আদালতে পাঠানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

জয়নুল আবেদীন বলেন, ‘বিচারিক আদালতের রায়ে বেগম জিয়ার পাঁচ বছরের সাজা দেওয়া হলে আমরা আপিল করি। সেই শুনানি শেষে আদালত বলেছেন যেহেতু এরইমধ্যে আমরা এ মামলার নথি তলব করেছি তাই আগে নথি আসুক, তারপর আমরা জামিনের বিষয়ে আদেশ দেবো।

ওই আদেশের পর আমরা তিনজন আইনজীবী নিযুক্ত রেখেছি নথির বিষয়ে খোঁজ-খবর রাখার জন্য এবং নথি কিভাবে দ্রুত আনা যায়। আমরা মনে করেছিলাম বিচারিক আদালতের নথি হাইকোর্টে আসতে দেরি হবে না। কিন্তু সরকারের হস্তক্ষেপে নথি পাঠাতে নিম্ন আদালত বিলম্ব করছে’।

সরকারের কয়েকজন মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের এক বক্তব্যের সমালোচনা করে জয়নুল আবেদীন বলেন, 'সরকারি লোকেরা ও অ্যাটর্নি জেনারেল বলেন, ‘খালেদা জিয়া তার আইনজীবীদের জন্য কারাগারে।’ এটা দুঃখজনক। আমি বলছি, আমাদের মধ্যে কোনও সমন্বয়হীনতা নেই'।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, অ্যাডভোকেট রায়হান বিশ্বাস প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ