শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


মিশর সফরে মুহাম্মদ বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
আন্তর্জাতিক ডেস্ক

তিন দিনের সফরে মিশর গেলেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। ক্রাউন প্রিন্সের দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

রোববার কায়রোতে পৌঁছার পর ক্রাউন প্রিন্সকে লাল গালিচা অভ্যর্থণা জানান মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস সিসি।

এর আগে সিসির কার্যালয় থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, সৌদি যুবরাজ রোববার মিশর পৌঁছাবেন এবং তিনি সেখানে তিনদিন থাকবেন। এরপর তিনি ৭ মার্চ ব্রিটেনে এবং ৯ মার্চ আমেরিকা যাবেন।

উল্লেখ্য, মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুরসি সরকারকে ২০১৩ সালে উৎখাত করে জেনারেল সিসিকে ক্ষমতায় আনে সৌদি আরব। সেই থেকে সৌদি আরব ও মিশরের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ