মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


যে কারণে রাশিয়ায় বৃদ্ধি পাচ্ছে মুসলিম জনসংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের সংখ্যা ক্রমবর্ধমানভাবে বেড়েই চলেছে। বর্তমানে এই সংখ্যা ২৫ মিলিয়নে পৌঁছেছে বলে জানিয়েছেন সে দেশের গ্র্যান্ড মুফতি শেখ রবি গায়নেতিন

রাশিয়ার গ্র্যান্ড মুফতি শেখ রবি গায়নেতিন মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির প্রধান  দুটি কারণ উল্লেখ করে বলেন,  মুসলমান পরিবারগুলোর মধ্যে উচ্চ জন্মহার এবং মধ্য এশিয়ার দেশগুলোর জনগণের আগমনে।

গায়নেতিন বলেন, ‘সপ্তম শতাব্দীতে রাশিয়ায় ইসলামের আগমন ঘটেছিল। আমাদের নবী হযরত মুহাম্মদের সা. এই ইন্তিকালের ২২ বছর পরে তার অনুসারীরা রাশিয়া এসেছিলেন।’

তিনি বলেন, তারা এসেছিল বর্তমানের ডারবেন্ট শহরে। এটি দাগেস্তানের দক্ষিণে অবস্থিত এবং রাশিয়ায় প্রথম আজান প্রচার করা হয়েছিল দাগেস্তানের ভূখণ্ডেই।’

তিনি আরো বলেন, রাশিয়ার জাতীয়তা ও জাতিগত গ্রুপের ৫৮ জনেও বেশি জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে ইসলাম গ্রহণ করেছিল।বর্তমানে সবচেয়ে বেশি ইসলামের অনুসারী রয়েছে রাশিয়ান রাজ্য তাতারস্থান, বাশকোস্টোস্তান, উত্তর ককেশাসের প্রজাতন্ত্রে।

বর্তমান রাশিয়ার রাজ্য ‘ভলগা বুলগেরিয়ায়’ ৯২২ সালে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করা হয় বলে তিনি জানান।

রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে পুতিনের সন্তোষ প্রকাশ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ