মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


সৌদি-মিশরের অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ইরান- সৌদি আরব ও মিশরের করা এমন অভিযোগের প্রত্যাখ্যান করেছে ইরান। এ ব্যাপারে এক বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে এ অভিযোগের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সমস্যা সমাধানে সহায়তা করাকে ইরান তার পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দিয়েছে। আঞ্চলিক সংকট নিরসন করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই তেহরানের লক্ষ্য।’

সম্প্রতি মিশরে ঐতিহাসিক সফর করেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। যুবরাজের সফরের শেষ দিন মঙ্গলবার দুই দেশের দেয়া যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করা হয়। তাদের যৌথ বিবৃতি দেয়ার একদিন পরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দেয় ইরান।

বিবৃতিতে কাসেমি বলেন, ‘তার দেশের বিরুদ্ধে আনা অভিযোগ গতানুগতিক, মিথ্যা ও ভিত্তিহীন। কিছু সুনির্দিষ্ট দেশ নিজেদের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। এ ধরনের অভিযোগ মধ্যপ্রাচ্যের শত্রু ও অমঙ্গলকামীদের স্বার্থ রক্ষা করবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ