মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিবন্ধী ফিলিস্তিনি শহীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে শুক্রবার মানসিকভাবে প্রতিবন্ধী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের নাম মোহাম্মদ জেইন আল জাবারি। খবর আল জাজিরা - এর।

প্রতিবেদনে বলা হয়, জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার পর থেকে এ নিয়ে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২৭ জনে দাঁড়ালো।

খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদ করার সময় ২৪ বছর বয়সি আল জাবারির বুকে গুলি করে ইসরায়েলি সেনারা। এরপর তাকে হেব্রোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আল জাবারি শহীদ হন।

নিহতের চাচা আবু নাসের আল জাজিরাকে জানান, তার ভাতিজা মানসিক প্রতিবন্ধী ছিল। এছাড়া তার উচ্চারণেও সমস্যা ছিল।

নিহত মোহাম্মদ জেইন আল জাবারি পেশায় একজন নির্মাণকর্মী ছিলেন। তার চার বছরের এক শিশু সন্তান রয়েছে।

আবু নাসের বলেন, জাবারি ফিলিস্তিনকে ভালোবাসতো। ইসরায়েলি সেনারা যখন শহরে প্রবেশ করতো তখন সে বসে থাকতো না। সে আমাদের পরিবারের গর্ব। তার মৃত্যু একটি অভিঘাত। পরিবারের জন্য এটা সহজ নয়। কিন্তু এটাই আল্লাহ তাআলা’র ইচ্ছা। ফলে আমাদের বিষণ্ন হওয়ার কিছু নেই।

পরে আল জারাবির লাশ নিয়ে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এসময় তারা স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ