বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

কুরআন অবমাননা করে তুমি ফাসাদ সৃষ্টি করেছ: বৃটিশ বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: লন্ডন-পাতালরেলে বোমা বিষ্ফোরণের অভিযোগে অভিযুক্ত এক মুসলিম তরুণের দণ্ডাদেশ দেয়ার সময় বৃটিশ বিচারপতি অভিযুক্তকে উদ্দেশ্য করে কুরআনের কিছু শব্দ উল্লেখ করে বলেন, ‘কুরআন অবমাননা করে তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করেছ’।

বিচারপতি তাকে কারাগারে সময় নিয়ে কুরআন পড়ার জন্য আহ্বান করেন।

আদালত অভিযুক্ত যুবক আহমাদ হাসানকে ২০১৭ সালে লন্ডনের পাতালরেলের ‘পারসন গ্রিন’স্টেশনে বোমাবিষ্ফরণের জন্য দোষী সাব্যস্ত করে ৩৪ বছরের কারাদণ্ডাদেশ দেন।

বিচারচলাকালে বিচারপতি চার্লস হার্দন বলেন, আইএস-সমার্থক যুবক হাসান আহমাদ কীভাবে অনিষ্ট করলো এবং ‘জমিনে ফাসাদ সৃষ্টি করলো’।

বিচারক যুবককে বলেন, ‘আগামীতে জেলে থাকার সময় কুরআন পাঠের জন্য তুমি পর্যাপ্ত সময় পাবে।’

তিনি আরো বলেন, ‘কুরআন ও ইসলাম যেকোনো কিছুতে বাড়াবাড়িকে হারাম করছে, যার ভেতর ধর্মীয় বাড়াবাড়িও রয়েছে।’

তারপর বলেন, ‘ইসলাম সন্ত্রাসকে হারাম করেছে।’ ‘কুরআন ও সুন্নাহ জমিনে ফাসাদ সৃষ্টি করাকে স্পষ্টভাবে সন্ত্রাস বিবেচনা করে, যা ইসলামের কঠিনতম অপরাধগুলোর অন্যতম আর এটা যুক্তরাজ্যের আইনের সাথেও সাজুস্য রাখে।’

উল্লেখ্য, হাসান যে বিষ্ফোরষ ঘটায়, তাতে কেউ নিহত হয়নি কিন্তু এতে নূন্যতম ত্রিশজন আহত হয় এবং হাসান আদালাতে জানায়, তিন বছর আগে ইরাক হতে যুক্তরাজ্যে আসার সময় সে কিশোর ছিল, তাই সে সহজেই ইসলামিক স্টেটের শিকারে পরিণত হয়।

সূত্র: আলজাজিরা আরবি

স্বাধীনতা দিবসে খুলনায় অন্যরকম বানান প্রতিযোগিতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ