রাজধানীর রামপুরা খিলগাঁও এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা-তে বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, উস্তাদ (মাদানী নেসাব), উস্তাদ (হিফজ বিভাগ), কম্পিউটার অপারেটর কাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জেনারেল শিক্ষক, অফিস খাদেম ও গেইটম্যান—এই মোট ছয়টি ক্যাটাগরির পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
প্রতিটি পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষক পদের ক্ষেত্রে দাওরায়ে হাদিস, হিফজ সম্পন্ন বা মাস্টার্স/অনার্স সমমানের যোগ্যতা প্রয়োজন। কম্পিউটার অপারেটর পদের জন্য অফিসিয়াল ডাটা এন্ট্রি, ফাইল মেইনটেন্যান্স ও বেসিক ডিজাইনের দক্ষতা আবশ্যক। খাদেম ও গেইটম্যান পদের ক্ষেত্রে সুস্থ জীবনযাপনের অভ্যাস থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য আবাসিক ও অনাবাসিক উভয় সুযোগ রয়েছে। বেতন স্কেল পদভেদে ৯,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত নির্ধারিত। কিছু পদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের ১৭ জানুয়ারির মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় সিভি পাঠাতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ৩০ জানুয়ারির মধ্যে মারকায অফিসে সরাসরি সাক্ষাতে উপস্থিত হতে হবে।
সিভি পাঠানোর ই-মেইল ঠিকানা: msimd2017@gmail.com
উল্লেখ্য, পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আরএইচ/