বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

সাহাবীর ঘর ভেঙে দেয়ায় তায়েফে কুরাইশদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সৌদি আরবের দক্ষিণাঞ্চল তায়েফ শহরে সৌদি কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী কুরাইশ গোত্রের উত্তরাধিকারীদের এবং প্রসিদ্ধ সাহাবী আমর ইবনুল আস রা. এর  ঘরবাড়ি ভেঙ্গে দেওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে কুরাইশরা। খবর আল-জাজিরা।

তায়েফের এই বিক্ষোভ কর্মসূচীতে সাধারণ সৌদি নাগরিকরাও যোগ দিয়ে প্রসাশনের এ পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে।সৌদি সরকারের সমালোচনায় সরগরম হয়ে উঠেছে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিক্ষোভকারীরা বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দিতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভাইরালকৃত এক ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা পুলিশের কাছে তাদের বঞ্চিত হওয়ার কথা বলছেন। তারা দাবি করছেন, এ ঘরবাড়ির জমি ঐতিহ্যবাহী কুরাইশদের থেকে চলে আসছে। এবং বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রা. এর বংশদের জমি। এটার প্রকৃত মালিক তারাই।

তবে কেউ কেউ দাবি করছেন, সৌদি কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণ দিবে।

উল্লেখ্য, তায়েফ শহরে রাষ্ট্রীয় জমিতে অবৈধ ব্যবহার বন্ধ করতে কয়েক মাস যাবৎ উচ্ছেদ অভিযান চলছে। সূত্র : আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ