আওয়ার ইসলাম: সৌদি আরবকে লক্ষ করে হুথি বিদ্রোহীদের ‘মাল্টিপল ব্যালেস্টিক’ ক্ষেপণাস্ত্র হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ প্রকাশ করেছ।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ হুথি বিদ্রোহীদের এ ধরনের উস্কানিমূলক একতরফা হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং বাংলাদেশ মনে করে, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলবে।’
এ ধরনের হামলা দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে সৌদি আরবের ভ্রাতৃপ্রতীম জনগণ ও সরকারের যেকোন নিরাপত্তা হুমকি প্রতিহত করার অধিকার রয়েছে।বিবৃতিতে আরো বলা হয়, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে এ ধরনের যেকোন আগ্রাসী কার্যক্রম মোকাবেলায় পাল্টা পদক্ষেপ গ্রহণে আমরা সৌদি সরকার ও জনগণের পাশে থাকবো।’
উল্লেখ্য, সৌদি প্রতিরক্ষা বাহিনী রোববার রাতে রাজধানী রিয়াদের আকাশে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এ ছাড়া নাজরান, জিজান ও খামিস মুশাইত এলাকায় তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
রিয়াদে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এক মিসরীয় নাগরিকের বাসভবনে পড়লে একজন নিহত ও আরেকজন আহত হন। দু’জনই মিসরের নাগরিক। ইয়েমেনে পরিচালিত যুদ্ধের তিন বছরের মাথায় এই প্রথম সৌদি রাজধানীতে কোনো হতাহতের ঘটনা ঘটল।
খবর: বাসস