বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬


মতবিরোধ ভুলে মুসলমানদের শিক্ষা আন্দোলন সফলের আহ্বান জমিয়ত হিন্দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের সব দলাদলি ও মতবিরোধের উর্ধ্বে উঠে শিক্ষা আন্দোলন সফল করার প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানালো জমিয়তে ওলামায়ে হিন্দ।

একটি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান জমিয়তে ওলামায়ে হিন্দের কেন্দ্রীয় নেতা মাওলানা হাসিব সিদ্দীকী।

তিনি বলেন, স্বাধীনতার পর মুসলমানদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো নিজের ধর্ম ও স্বকীয়তা রক্ষা করা। জমিয়তে ওলামায়ে হিন্দ এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেদের সীমিত সামর্থ নিয়েই মক্তব ও মাদরাসা প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছে। এবং একটি মারকাজি দীনি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছে।

হাসিব সিদ্দীকী বলেন, প্রথমত বিশেষ করে ওই এলকাগুলোর দিকে মনোযোগ দেওয়া হয়েছে যেগুলোতে মানুষের মধ্যে দীনি সচেতনতা কম। সেসব এলকায় দীনি শিক্ষা বোর্ডের অধীনে চারশ মক্তব চলছে। সেসব এলাকা থেকে এখনও জাহালত পুরোপুরি নির্মূল করা সম্ভব হয় নি।

দীনি শিক্ষার প্রতি মুসলমানদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জমিয়তে ওলামায়ে হিন্দের উদ্যোগে ভারতব্যাপী দশ দিনের একটি প্রোগ্রাম চলছে বলেও জানান তিনি।

সূত্র: রোজনামা খবরেঁ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ