বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

কোটা পদ্ধতি সংস্কারের প্রতিশ্রুতি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে কোটা পদ্ধতি সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়া সব কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সিলেট মহানগরীর রেজিস্ট্রার মাঠে  বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

মেধাকে প্রাধান্য দিয়ে কোটা প্রথা সংস্কার দাবির এ আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, চাকরির সঠিক কোটা বন্টনের দাবিতে শিক্ষার্থীদের এ আন্দোলন যৌক্তিক। সরকারি বাহিনী আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ছুড়ে আহত করছে। এটা একদমই বেআইনি। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করে জাতিকে বরং মেধাশূন্য করার পাঁয়তারা করছে সরকার।

মেধাবীদের জন্য মাত্র ৪৪ শতাংশ কোটা দিয়ে বাকি সব অন্যান্য নিয়োগে বরাদ্ধ করাটা অন্যয্য। তিনি বলেন, আমাদের নেত্রী ২ বছর আগে ভিশন ২০৩০ ঘোষণা করেছিলেন। সেখানে বলা হয়েছে, জনগণ যদি আমাদের ক্ষমতায় বসায় তাহলে ভিশন ২০৩০ সালে যা আছে তা বাস্তবায়ন করা হবে। ভিশন ২০৩০ তে কোটা সম্পর্কে বলা হয়েছে বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাড়া সব কোটা বাতিল করা হবে।

মোশাররফ বলেন, এই স্বৈরাচারী সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে নিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে, বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতা টিকিয়ে রাখার পাঁয়তারা। দেশের মানুষ তাদের এ ষড়যন্ত্র কিছুতেই ফলপ্রসু হতে দেবে না।

এসএস

আরো পড়ুন : এবার আন্দোলনে অভিনব পদ্ধতি যোগ করল শিক্ষার্থীরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ