সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

সিরিয়ায় নারী শিশুদের ওপর বিষাক্ত গ্যাস হামলায় সৌদি উলামা কমিটির তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সিরিয়ার পূর্ব গৌতার দৌমা শহরে বাশার আল আসাদ সরকারের বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের উলামা কমিটি। তারা এ হামলাকে মানবতা বিধ্বংসী হামলা বলেও আখ্যায়িত করেন।

সৌদি গণামাধ্যমের বরাত দিয়ে ডেইলি পাকিস্তান জানিয়েছে, দৌমা শহরে বাশার বাহিনীর ওই ভয়াবহ রাসায়নিক গ্যাস হামলায় অন্তত ১০০ জন নিহত ও ৫ শতাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। নিহত আহতদের অধিকাংশই নারী শিশু।

দৌমা পূর্ব গৌতার সবচে বড় শহর। বাশার সরকারের হামলায় এখানকার মুসলমানরা চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে কাতরাচ্ছে। হাসপাতালগুলো রোগির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

নিরীহ নাগরিক বিশেষত নিষ্পাপ শিশুদের ওপর গ্যাস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এধরনের হামলা মানবতার চরম লংঘন। রাসায়নিক গ্যাস হামলা বিশ্বযুদ্ধ আইনে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবুও বাশার সরকার ওই গ্যাস ব্যবহার করেছে সিরিয়ার নিরীহ জনগণের ওপর।

সৌদি উলামা কমিটির পক্ষ থেকে জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, পৃথীবিতে এ ধরনের বিষাক্ত গ্যাস ব্যবহার সব জায়গায় কঠোরভাবে দমন করতে উদ্যোগ নিতে হবে। বাশার সরকাকে বিশ্ব আদালতে বিচারের মুখোমুখি করা উচিত। মানবাধিকার সংস্থাগুলোকে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভুমিকা পালন করা জরুরী।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ