রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


রংপুরে গাড়ি উল্টে যুবলীগ নেতাসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রাইভেট কার উল্টে এক যুবলীগ নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান, সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ফকিরেরহাট সংলগ্ন গিলাঝুঁকি এলাকায় মিঠাপুকুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - গিলাঝুঁকি এলাকার আলেফ উদ্দিন (৬৫) ও দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজার রহমান ফিজার (৪৫)।

ওসি মোজাম্মেল প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, ছড়ান এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে কার চালিয়ে রংপুর শহরে যাচ্ছিলেন মোস্তাফিজার। গিলাঝুঁকি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে আলেফ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় সংসদ সদস্য এ ই এন আশিকুর রহমান ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দুইজনের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোজাম্মেল।

আরো পড়ুন- সৌদি আরবে প্রধানমন্ত্রী, লন্ডন যাবেন বিকেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ