রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


নিজেকে হিন্দু বললেন শিয়া মন্ত্রী, নিন্দা আলেমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: ভারতের ওলামায়ে কেরাম বলেছেন, ভারতীয় মুসলমানরা হিন্দুস্তানি হতে পারে, কিন্তু তারা কখনোই হিন্দু হতে পারে না।

সম্প্রতি যোগী সরকারের একমাত্র মুসলিম মন্ত্রী মুহসিন রেজা বলেছেন, তিনি হিন্দুস্তানে বাস করেন তাই তিনিও একজন হিন্দু।

ওলামায়ে কেরাম বলেন, মুহসিন রেজাই জানেন তিনি মুসলিম না হিন্দু। কিন্তু ভারতে বসবাসকারী মুসলমানরা হিন্দু নয়, তারা বড়জোর হিন্দুস্তানি হতে পারে ।

কোনো কোনো আলেম বলছেন, মুহসিন রেজা এই বক্তব্যের কারণে ইসলাম থেকে বের হয়ে গেছেন।

ওলমায়ে কেরাম বলছেন, ইউপিতে বিজেপি সরকারে আসার পর থেকেই শিয়া বোর্ডের চেয়ারম্যান এবং মুহসিন রেজা বিজেপিকে খুশি করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমে পড়েছেন। তাদের এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য নিজেদের পদ রক্ষা ছাড়া কিছুই নয়।

ফতোয়া অনলাইনের চেয়ারম্যান মুফতি রাশেদ ফারুকি বলেন, এটা হিন্দুস্তান, তাই এখানকার অধিবাসীরা যে ধর্মেরই হোক তাকে হিন্দু হতে হবে এমনটা ভাবা বোকামি।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

ছোট অঙ্গের বড় পাপ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ