সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

আলিগড়ে জিন্নাহ’র ছবি বিতর্কে মুখ খুললেন ওয়াকফ দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: আরিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি নিয়ে গত এক সপ্তাহ ধরে চলমাতন বিতর্ক ও বিশৃঙ্খলা সম্পর্কে দারুল উলুম ওয়াকফের মুহতামিম মাওলানা সুফিয়ান কাসেমীও মুখ খুললেন।

তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য শিক্ষাদান। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা-পরিবেশে ব্যাঘাত সৃষ্টি হলে তার খারাপ প্রভাব শুধু ছাত্রদের ওপরই পড়ে না বরং কোনো না কোনো পর্যায়ে পুরো জাতিই ক্ষতিগ্রস্থ হয়।

মাওলানা কাসেমী বলেন, মুসলিম বিশ্ববিদ্যালয় আলিগড়ই হোক অথবা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই একটি বিশেষ জাতি-গোষ্ঠীর হয় না বরং শিক্ষা প্রতিষ্ঠান জাতি-ধর্ম নির্বিশেষে সবার।

সুফিয়ান কাসেমী অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে অপ্রয়জনীয় ও অনর্থক বিতর্ক-বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদের পড়াশোনার ক্ষতি করা হচ্ছে।

তিনি বলেন, দেশের যে কোনো বিবেকবান ও শিক্ষিত মানুষের কাছেই এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় একটি কাজ।

তিনি আশা প্রকাশ করেন সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। দেশের আলোকিত ভবিষ্যতের কাণ্ডারি ছাত্রদের পড়াশোনার সুন্দর পরিবেশ নিশ্চিত করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রক্ষা করবে। ছাত্রদের স্মরণ করিয়ে দেবে তাদের প্রকৃত কর্তব্য আসলে কী।

উল্লেখ্য, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন হলে পাকিস্তানের জনক কায়েদে আজম মুহাম্মদ আলি জিন্নাহর একটি ছবি থাকায় হিন্দু যুবা বাহিনীর নেতাকর্মীরা গত ২ মে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে মুসলিম বিরোধী নানা স্লোগান দেয়। তারা ছবিটি সেখান থেকে দ্রুত সরানোরও আল্টিমেটাম দেয়। এ নিয়ে অচলবস্থা সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়জুড়ে।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ