সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ইয়েমেনে শাহ সালমানের ব্যাপক ত্রাণ তৎপরতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি বাদশাহ শাহ সালমানের ব্যক্তিগত তহবিল থেকে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে পাঠানো জরুরি ত্রাণ সামগ্রি বিতরণ চলছে। এ কাজে সহযোগিতা করছে আন্তর্জাকি সেবা সংস্থা ডাব্লিওএইচেইউ। ইয়েমেনে হাসপাতালে জরুরি অক্সিজিন পৌঁছাতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

ডব্লিএইচইউ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমানের পাঠানো ত্রাণতৎপরতার অংশ হিসেবে বিভিন্ন স্থানে গ্যাস স্টেশন নির্মাণ করা হচ্ছে। আপাতত ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর আদন শহরে বিশেষভাবে ত্রাণ কার্যক্রম চলছে।

ত্রাণ তৎতপরতার মধ্যে জরুরি খাদ্য, পানীয়, ওষুধ ও চিকিৎসা সামগ্রী রয়েছে। এ ছাড়া ডাক্তারদের একটি বিশেষ টিমও পাঠানো হয়েছে।ইয়েমেনে ডাব্লিওএইচইউ এর প্রতিনিধি ডা. নিউইজগারিয়া জানিয়েছেন, যুদ্ধ কবলিত ইয়েমেনে চিকিৎসা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। দুই তৃতীয়াংশ হাসপাতাল বিমান হামলায় গুড়িয়ে দেয়া হয়েছে। কোথাও হাসপাতাল থাকলেও ডাক্তার কিংবা ওষুধ নেই। সৌদি বাদশাহর এমন মানবিক উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এর ফলে হয়তো অনেকের জীবন বেঁচে যাবে।

সৌদি ত্রাণ সামগ্রী ইতোমধ্যেই ইয়েমেনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পৌঁছানো হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবকদের বড় কয়েকটি দল কাজ করছে। ইয়েমেনে গত ৪ বছর থেকে চলমান যুদ্ধ যেন দেশটিকে ধ্বংস্তুপে পরিণত করেছে। সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা বন্ধ রয়েছে।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ