সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

গুরুগ্রামে ৮৮ খোলা জায়গায় নিষিদ্ধ হলো নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুরুগ্রামে ১২৫টি জায়গায় খোলা স্থানে নামাজ হতো কিন্তু এর থেকে কমিয়ে এখন মাত্র ৩৭ টি করা হয়েছে। খবর এবিপি আনন্দের

পুলিশ জানিয়েছে, এখন থেকে গুরুগ্রামে মাত্র ৩৭টি জায়গায় খোলায় নমাজ পড়া যাবে। এর ফলে ৮৮ টি খোলা স্থান মুসলিমদের নামাজের জন্য বন্ধ হয়ে গেল।

পুলিশের সঙ্গে বসে এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে স্থানীয় মুসলিম সংগঠনগুলি। যে ৩৭টি জায়গায় নমাজ পড়া যাবে, সেগুলির মধ্যে ১৩টি সরকারি এলাকা।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোনও বিতর্কিত এলাকায় নমাজ পাঠ চলবে না। যে ৩৭টি জায়গায় প্রার্থনা হবে, সেখানে পুলিশি নিরাপত্তা থাকবে। মুসলমানরা চেয়েছিলেন ১০০-র কাছাকাছি খোলা জায়গায় নমাজ পাঠের অধিকার। কিন্তু তা মানেনি পুলিশ।

গত এক মাস ধরে গুরুগ্রামে শুক্রবারের নমাজ পাঠ নিয়ে বিতর্ক চলছে। সেক্টর ৫৩-র বজিরাবাদ গ্রামে সরকারি জমিতে নমাজ পড়া নিয়ে ঝামেলা শুরু হয়। স্থানীয় জনাছয়েক যুবক বাধা দেন নমাজীদের, সেখান থেকে তাঁদের সরে যেতে বাধ্য করেন তাঁরা।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারও বলে দেন, খোলায় নমাজ পড়া চলবে না।

তবে মুসলিমদের বক্তব্য, শহরে জনসংখ্যা বেশি হওয়ায় মসজিদে জায়গা সংকুলান হচ্ছে না। ফলে শুক্রবারের নমাজ খোলা জায়গায় পড়তে বাধ্য হচ্ছেন তারা। কিন্তু ৮৮ টি জায়গা নিষিদ্ধ হওয়ায় মুসলিমরা চরম ভোগান্তিতে পড়বে নামাজ পড়া নিয়ে।

ভারতে প্রকাশ্যে নামাজ পড়তে দেবে না হিন্দুত্ববাদী জোট!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ