মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


মোদীর সাক্ষাৎ পুতিনের সঙ্গে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সোমবার এক অনানুষ্ঠানিক সফরে রাশিয়া যান প্রধানমন্ত্রী মোদী।

তাদের দুইজনের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ইরান ও রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুটি গুরুত্ব পায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সোচি শহরে দুই নেতার বৈঠক হয়। তারা দুইজন সোচির সিরিয়াস পরিদর্শন করেন। সেখানে তারা রাশিয়ার সব অঞ্চল থেকে আসা মেধাবী তরুণদের সঙ্গে মতবিনিময় করেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন সোচিতে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়ে বলেন, এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হবে।-টাইমস অব ইন্ডিয়া।

আরো পড়ুন- একজন রোজাদার যেন একজন সৈনিক!


সম্পর্কিত খবর