মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


সেই নাজিমের পরিবারকে কেন ১ কোটি টাকা দেয়া হবে না : হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন মারা যাওয়ায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম গোলাম মোস্তফা।

‘বুকের উপর দিয়ে গেল বাস’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আজ আদালতের নজরে আনলে আদালত এই রুল জারি করেন। রুলে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, সড়ক যোগাযোগ সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে নাজিম উদ্দিন যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে মোটর সাইকেলে করে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন।

এসময় শ্রাবণ ও মঞ্জিল পরিবহনের দুইটি বাসের মধ্যে প্রতিযোগিতা কার আগে কে যাবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এসময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন নাজিম। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এইচজে


সম্পর্কিত খবর