শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা বলিভিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া গাজার উপত্যকায় বসতবাড়িতে ফেরার বিক্ষোভে নিরপরাধ ফিলিস্তিনিদের নির্বিচার হত্যার দায়ে ইহুদিবাদী ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

এ ঘোষণার ফলে ইসরাইলি নাগরিকদের এখন থেকে বলিভিয়া সফর করতে হলে ভিসা লাগবে, যা এতদিন লাগতো না।

১৯৭২ সালে দেশটির একনায়ক শাসন আমলে সই করা একচুক্তির ভিত্তিতে ইসরায়েলি নাগরিকরা দেশটিতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারতেন।

ইসরাইল জাতিসংঘ সনদের উদ্দেশ্য কিংবা নীতিমালার প্রতি কোনো সম্মান প্রদর্শন করেনি। এমনকি মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণার প্রতিও তাদের কোনো সম্মান নেই। এসব কারণ দেখিয়ে বলিভিয়া ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেয়।

২০০৯ সালে অবৈধ ইহুদি রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কোচ্ছেদ করে বলিভিয়া। এ ছাড়া ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল যা করছে, সেটিকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে দেশটি।

গত ৩০ মার্চ থেকে শুরু ফিলিস্তিনিদের ঘরে ফেরার বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে ১৩৪ জন নিহত হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশ এবং ওআইসি সোচ্চার হয়।

কাবার গিলাফে আগুন লাগানোর ভিডিও ভাইরাল; নিন্দার ঝড়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ