আওয়ার ইসলাম : সৌদি আরবের দাম্মাম শহরের সানাইয়া রোডে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরও তিন বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদী জামালিয়া কান্দীর আবুল কাসেমের ছেলে মোহাম্মদ রবি এবং কালাই গোবিন্দপুরের জসিমউদ্দিন।
আহত জামালিয়া কানদীর আবুল কাশেমের ছেলে মোহাম্মদ হাবিবুর, চমপক নগরের আলি আহম্মদ ও কালাই গোবিন্দপুরের জনি গাজীকে দাম্মামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অারও পড়ুন -
ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল
ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম
আরএম/