বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

সোনা নিয়ে কথা বলা বিএনপির শোভা পায় না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। তাদের মুখে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনা নিয়ে কথা বলা শোভা পায় না।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়ার স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘সরকার দেশের অর্থনীতি ফোকলা করে দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে অনিয়ম তার প্রমাণ।’

বিএনপির মহাসচিবের এ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক কথাই বলবেন। কারণ বিএনপির নেতারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দেওয়ার পর তাঁদের মুখে এটি (ভল্টের সোনা নিয়ে কথা) শোভা পায় না। তাঁদের মুখে অন্যকে দুর্নীতিবাজ বলা শোভা পায় না।’

তিনি বলেন, ‘তদন্তে কোনো অপকর্ম বেরিয়ে এলে তাতে কঠিন শাস্তি পেতে হবে। শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের অপকর্ম করার কোনো সুযোগ নেই।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সোনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভল্টে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সেটা সুষ্ঠু তদন্ত হবে। যদি তদন্তে কারও অপকর্ম করার বিষয় বেরিয়ে আসে, তাহলে তাঁকে কঠিন শাস্তি পেতে হবে।’

এ সময় সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কে এই গ্রেফতারকৃত মাওলানা অারশাদ কাসেমী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ