বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

'বিএনপি মুখে ভারতবিরোধিতা করলেও ভেতরে তোষামোদি করে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেকে দেয়া সংবর্ধনা দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিয়ে নৌকা বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, ভোট কারচুপির ইতিহাস আওয়ামী লীগের নেই।

বিএনপি মুখে ভারতবিরোধিতা করলেও, ভেতরে ভেতরে তোষামোদি করে বলেও জানান প্রধানমন্ত্রী। মধ্যম আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, সম্মানসূচক ডি-লিট উপাধি পাওয়াসহ নানা সাফল্যের স্বীকৃতি উদ্‌যাপনে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনায় নাচে গানে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বের প্রশস্তি তুলে ধরেন শিল্পীরা।

শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন প্রধানমন্ত্রী। এসময় শেখ হাসিনার উদ্দেশে অভিনন্দনপত্র পড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সংবর্ধনায় তাঁকে দেয়া সম্মান দেশবাসীকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া সব নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পেরেছেন বলেও জানান শেখ হাসিনা। এসময় নৌকার বিরোধিতাকারীদের সমালোচনাও করেন তিনি।

এসময় বিএনপি সমালোচনা করে তিনি বলেন, গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে ক্ষমতায় গিয়ে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।

স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে নিজের অবস্থান আরো স্পষ্ট করে, শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করে কলঙ্কমুক্তির মাধ্যমে উন্নয়নযাত্রা শুরু হয়েছে বাংলাদেশের।

জনগণ কী পেল, সেটাই আমার বড় চাওয়া: প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ