বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

কেন বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন কাদের?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তারা এ বৈঠকে মিলিত হন।

জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে কাদের সিদ্দিকী সচিবালয়ে ওবায়দুল কাদেরের অফিসে যান। সেখানে তিনি ৩০ মিনিটের মতো ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন। এরপর বিকেল ৪টার দিকে একই স্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিএনপির সাবেক নেতা ও রাজনৈতিক জোট বিএনএ’র সভাপতি নাজমুল হুদা।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত ছোট ছোট দলগুলোর বড় নেতাদের সঙ্গে এমন ধারাবাহিক বৈঠক, মতবিনিময় করে চলেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।

এরআগে গত মঙ্গলবার সিপিবির কার্যালয়ে ঘটা করে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে বৈঠক করেন তিনি।

ওই বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ ছিল দাবি করে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনীতির কোনো অংক নেই। আমি বাসদের খালেকুজ্জামানের সঙ্গেও ফোনে কথা বলেছি।

কাদের বলেন, আমি ফোনে কাদের সিদ্দিকীর সঙ্গেও কথা বলেছি। তিনি সোমবার আমাকে কল করেছিলেন কিন্তু খেয়াল করতে পারিনি। আজ তাকে কল করেছি, কথা বলেছি। এটা একটা সৌজন্যবোধের ব্যাপার। একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাজনীতিতে থাকা উচিত।

ছোট ছোট দলের বড় নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সাক্ষাতের নেপথ্যে কী-এমন প্রশ্ন রজনীতির মাঠে চর্চা হচ্টেছ খুব। কিন্তু এ বিষয়ে গণমাধ্যমের সামনে খোলাখুলিভাবে কেউ কিছু বলতে নারাজ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের সাংবাদিকদের বলেন, মন্ত্রীর সাথে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে এ প্রসঙ্গে তিনি কিছু জানাননি।

আওয়ামী লীগের একাধিক নেতা এ প্রসঙ্গে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত ছোট ছোট দলগুলোর বড় নেতাদের সঙ্গে এমন ধারাবাহিক বৈঠক, মতবিনিময় চলমান থাকবে।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ