বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’

হলি আর্টিসানে হামলা: মামলা যাচ্ছে সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোঁরায় জঙ্গি হামলার মামলা বিচারের জন্য সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মূখ্য মহানগর হকিম (সিএমএম) এ আদেশ দেন।

এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রাকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, মামলাটি বিচারের জন্য বদলির আদেশ হয়েছে। রবিবার মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদাতে পাঠানো হবে।

সেখান থেকে নিয়মানুযায়ী মহানগর দায়রা জজ আদালত ভবনের ৫ম তলায় অবস্থিত সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে যাবে। সেখানেই মামলাটির বিচার কার্যক্রম চলবে।

এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির ৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আট আসামির মধ্যে ছয়জন কারাগারে আছেন, বাকি দুজন পলাতক।

কারাগারে থাকা ছয় আসামি হলেন-জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী (টাঙ্গাইল হতে গ্রেফতার), আসলাম ইসলাম ওরফে রাশেদ ওরফে র‌্যাশ (নাটোর হতে গ্রেফতার), সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ (চাঁপাইনবাবগঞ্জ হতে গ্রেফতার), হাদীসুর রহমান সাগর (চাঁপাইনবাবগঞ্জ হতে গ্রেফতার), রাকিবুল হাসান রিগ্যান (ঢাকার কল্যাণপুর হতে গ্রেফতার), মিজানুর রহমান ওরফে বড় মিজান (চাঁপাইনবাবগঞ্জ হতে গ্রেফতার)।

পলাতক দুই আসামি শরীফুল ইসলাম খালিদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে অভিযোগপত্রে গ্রেফতারি পরোয়ানা জরির আবেদন করা হয়েছে।

এরআগে ২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলিশানের হলি আর্টিসান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।

রাতভর উৎকণ্ঠার পর ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের অবসান ঘটে।

দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ