রাজধানীর রামপুরার হাজীপাড়ায় অবস্থিত জামি’আ ইকরা বাংলাদেশে চালু হচ্ছে উচ্চতর উলুমে হাদিস বিভাগ। এই উদ্দেশ্যকে সামনে রেখে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০.৩০ থেকে দুপুর ০১.০০টা পর্যন্ত জামি'আ ইকরার সেমিনার কক্ষে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
এতে বাংলাদেশের উলুমে হাদিস বিশেষজ্ঞ আলিম ও ইসলামিক স্কলারগণ অংশগ্রহণ করেন। উলুমে হাদিসের সিলেবাস শিক্ষাদান পদ্ধতি ও সময়কাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশিষ্ট শাইখুল হাদিস ও হাদিস বিশেষজ্ঞ শাইখ আরিফ উদ্দিন মারুফের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। শায়েখ তার উদ্বোধনী বক্তব্যে প্রথমে সকলের শুকরিয়া আদায় করেন এরপর বাংলাদেশে উলুমে হাদিস চর্চার ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করেন।
তাঁর বক্তব্যের পর উপস্থিত বিশেষজ্ঞগণ নির্ধারিত বিষয়বস্তুর ওপর তাদের আলোচনা পেশ করেন।
এমএন/