বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

মসজিদে আকসায় ইসরাইলি হামলার নিন্দা জর্ডান-কাতারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা ও এ ধরনের ন্যাক্কারজনক কাজ বন্ধের আহ্বান জানিয়েছে জর্ডান ও কাতার। খবর আনাদুলু এজেন্সির।

খবরে বলা হয়, জর্ডান সরকারের মুখপাত্র জুমানা ঘানিয়েত এক বিবৃতিতে ইসরাইলি বাহিনীর এমন জঘন্য কাজের নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে ইসরাইলকে এ ধরনের কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

অপর এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের ওই হামলাকে ‘বর্বর’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।

ইসরাইলের ঔদ্ধত্য, নির্দোষ মানুষের ওপর হামলা, ইবাদত করার মানবীয় মৌলিক অধিকারের লঙ্ঘন এবং বিশ্ব মুসলমানের অনভূতিতে উস্কানি দেওয়ার প্রতিবাদে আরব ও মুসলিম দেশ এবং বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

প্রসঙ্গত, গতকাল জুমার নামাজের সময় আল-আকসা মসজিদে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরাইলের বিশেষ বাহিনী। এতে অন্তত ১৫ ফিলিস্তিনি আহত হন। এ ছাড়া বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আল-আকসায় নিযুক্ত জর্ডান কর্তৃপক্ষের মুখপাত্র।

এদিকে, কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আল-আকসা মসজিদ কম্পাউন্ডের প্রবেশ পথ ইসরাইলি বাহিনী খুলে দিয়েছে বলে খবরে বলা হয়েছে। শুক্রবার ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলার পর মসজিদ কম্পাউন্ডের প্রবেশ পথ বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী।

আরও পড়ুন: মসজিদে আকসায় ঢুকে মুসল্লিদের ওপর ইসরাইলিদের হামলা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ