শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


২০১৯ সালে এস-৪০০ পাচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালে তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা শুরু করবে রাশিয়া। রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে ন্যাটো মিত্র বিশেষ করে আমেরিকার সঙ্গে তুরস্কের ক টানাপড়েন যখন মারাত্মক আকার ধারণ করেছে তখন মস্কোর পক্ষ থেকে এ ঘোষণা এলো।

রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোজোনব্রোন এক্সপোর্টের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে। এস-৪০০ সরবরাহের ক্ষেত্রে তুরস্কের সঙ্গে রাশিয়ার ডলারের পরিবর্তে স্থানীয় মূদ্রায় লেনদেন হবে বলেও খবরে উল্লেখ করা হয়।

এর আগে, গত এপ্রিল মাসে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, তারা এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ ত্বরান্বিত করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। তখন বলা হয়েছিল ২০১৯ সাল থেকে ২০২০ সালের মধ্যে এ ব্যবস্থা সরবরাহ করা হবে।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যা ৪০০ কিলোমিটার এলাকার মধ্যে শত্রুর বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন চিহ্নিত এবং ধ্বংস করতে পারে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ