শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ; যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

রাজধানীর দক্ষিণ খান, আব্দুল্লাহপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ শুরু করে তারা। এসময় সড়কে গাড়ির দীর্ঘ জ্যাম লেগে যায়।

দক্ষিণ খান থানার ডিউটি অফিসার কবীর হোসেন জানিয়েছেন, ঈদের আগে দক্ষিণ খান এলাকার একটি পোশাক কারখানায় কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে গত দু’দিন ধরে তারা আন্দোলন করছে।

তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে শ্রমিক ও মালিকপক্ষের সাথে বৈঠক হয়েছে।

তবে সকাল থেকেই উত্তরা-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নেয় হাজারো শ্রমিক। দু’পাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। এয়ারপোর্ট থেকে উত্তরা ও বনানী সড়কেও আটকে আছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ