বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


নেপালে হাসিনা-মোদি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে বিমসটেক শীর্ষ সম্মেলনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেছেন। তবে বৈঠকে কী ধরনের আলোচনা হয়েছে এসব বিষয়ে এখনো জানা যায়নি।

বুধবার পূর্ব নির্ধারিত এ বৈঠকের কথা জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে বিমসটেক সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব ক্ষেত্রে নতুন গতিশীলতার কারণে বৈশ্বিক দৃশ্যপট দ্রুত পাল্টে যাচ্ছে।

তিনি বলেন, মুক্তবাণিজ্য অঞ্চল সৃষ্টি, বিনিয়োগ ও জ্বালানি খাতে যৌথ প্রচেষ্টা, জনগণের মধ্যে যোগাযোগ ও অর্থায়ন প্রক্রিয়া গড়ে তোলার মাধ্যমে বিমসটেক ফোরামে আমাদের সহযোগিতা সম্প্রসারিত হতে পারে।

শেখ হাসিনা বলেন, গত একুশ বছরে বিমসটেকের কিছু ভালো সাফল্য আছে, যদিও আরও বিপুল কাজ আমাদের সামনে পড়ে আছে। দৃশ্যমান ফল পেতে আমাদের বাস্তব সহযোগিতা এগিয়ে নিতে মৌলিক আইনি কাঠামো সংহত করা প্রয়োজন।

এবারের বিমসটেক সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, ‘শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী ও টেকসই বঙ্গোপসাগর অঞ্চলের সন্ধানে’।

ইভিএম ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধনের অনুমোদন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ