আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইভিএমে নির্বাচনী ফল টেম্পারিং অসম্ভব। বরং ইভিএমে ভোট দেশের নির্বাচন সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আগের বার বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়নি, সেটি তাদের ভুল। নির্বাচনের ট্রেন কোনো একটা দলের জন্য থেমে থাকবে না।
তিনি আরও বলেন, ২০১৪ সালে নিয়মানুযায়ী নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন ফেয়ার নির্বাচন করেছে। এখন একটা দল নির্বাচনে অংশ না নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের একটা ফাঁদ তৈরি করেছিল। সেটি তো সংবিধানের দোষ নয়।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি তখন নির্বাচনে যেতে বাধা দিয়েছে এমন অভিযোগ নেই। স্বেচ্ছায় তারা নির্বাচনে না এলে আমাদের তো কিছু করার নেই।
জনগণের ওপর যাদের আস্থা নেই, তারা শুধু অজুহাত খুঁজে বলেও মন্তব্য করেন তিনি।
এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন