বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


মিয়ানমারে আটক সাংবাদিকদের মুক্তিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: মিয়ানমারে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের পক্ষে ইয়াঙ্গুনে বিক্ষোভ করেছ দেশটির নাগরিকরা।

কাল সোমবার ওই সাংবাদিকদের রায় ঘোষণা করবে মিয়ারমারের একটি আদালত। রোহিঙ্গা গণহত্যার বিষয়ে তথ্য সংগ্রহের অভিযোগে গ্রেফতার হন তারা।

ছবিতে দেখা যায়, কালো কাপড় পরিহিত একদল বিক্ষোভকারী আটক সাংবাদিকদের ছবি সম্বলিত ব্যানার, পতাকা ও বেলুন নিয়ে মিছিল করছে। তারা নির্দোষ সাংবাদিকদ্বয়ের দ্রুত মুক্তি দাবি করেছে।

মিছিলে ‘খবর জানার অধিকার, জনগণের অধিকার’, ‘অবিলম্বে কারাবান্দি সাংবাদিকদের মুক্তি দাও, এমন স্লোগানও দেন তারা।

গত বছরের অক্টোবরে চলা রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহের সময় রাষ্ট্রীয় গোপন নথি সংগ্রহের অভিযোগ এনে গ্রেফতার করা হয় তাদের। দোষী প্রমাণ হলে তাদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত ৩২ বছর বয়সী ওয়া লোন ও ২৮ বছরের কিয়াও সোয়ের বিরুদ্ধে ব্রিটিশ উপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে অভিযোগ আনা হয়েছে।

তবে দুই সাংবাদিক বরাবরই রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহের অভিযোগ অস্বীকার করে আসছে।

দুই সাংবাদিকের মুক্তিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ছাড়াও সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বিভিন্ন পরামর্শক ও সংস্থা দাবি জানিয়েছে।

সূত্র: রয়টার্স

ক্লিক- bsofty.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ