শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


এ বছর হজ করেছেন ২৩ লাখ ৭১ হাজার ৬৭৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবসহ সারা বিশ্ব থেকে সদ্য সমাপ্ত পবিত্র হজে (১৪৩৯ হিজরী) মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ২৩ লাখ ৭১ হাজার ৬৭৫ জন। তাদের শতকরা ৫৩ জন পুরুষ ও ৪৭ জন নারী। এর মধ্যে সৌদি আরব ছাড়া বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজ করেছেন ১৭ লাখ ৫৮ হাজার ৭২২ জন।

সৌদি আরবের পরিসংখ্যান অধিদফতর থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ধর্মমন্ত্রণালয়ের হজ বুলেটিন সোমবার এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে গতকাল (২ সেপ্টেম্বর) পর্যন্ত পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৫৭টি ফ্লাইটে সর্বমোট ২১ হাজার ৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩২টি ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ২৫টি।

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। হজ পালন শেষে হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ২৭ আগস্ট, শেষ হবে আগামী ২৭ সেপ্টেম্বর।

আরও পড়ুন: আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ