শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


বিএনপি অফিসে হট্টগোল; ক্ষুব্ধ হাইকমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হট্টগোল সৃষ্টি এবং আল্টিমেটামের ঘটনায় দলের হাইকমান্ড ক্ষুব্দ হয়েছেন। এ ঘটনায় ব্যবস্থা নিতে জড়িতের খোঁজা হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের পরদিন বিএনপি কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কক্ষে ছাত্রদলের একটি গ্রুপ গণ্ডগোল করে।

জানা যায়, নয়াপল্টনে বিএনপির জনসভায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতির বক্তব্যের সময় মঞ্চে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি পক্ষ। পরদিন তারা দলীয় কার্যালয়ে রুহুল কবির রিজভীর রুমে গিয়ে নতুন কমিটির দাবিতে হট্টগোল এবং আল্টিমেটাম দেয়।

এ ঘটনায় ক্ষমতাসীনদের মদদ আছে কিনা তা খতিয়ে দেখছে দলটি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কিছু নেতাকে বিশেষ নজরদারিতেও রাখা হয়েছে বলে জানা যায়।

নজরদারিতে ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান, আব্দুল ওহাব, প্রথম যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নুরুল হুদা বাবু, আবুল হাসান, শামছুল আলম রানা, সহসাধারণ সম্পাদক আব্দুল আজিম, আজিজুল হক পাটুয়ারী, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ, সহ-অর্থবিষয়ক সম্পাদক মো. শামীম ইকবাল খান, সদস্য মোমিনুর রহমান মালিতা প্রমুখের নাম আসছে।

ছাত্রদলের কমিটি দুই বছর পূর্বে মেয়াদ উত্তীর্ন হওয়ার পরও নতুন কমিটি না দেয়ায় এ হট্টগোলের সৃষ্টি হয় বলে জানা যায়।

২০১৪ সালের ১৬ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে বর্তমান কমিটি গঠন করা হয়।

ক্লিক বিসফটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ