শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ইদলিবে রুশ বিমান হামলা; স্থল হামলারও প্রস্তুতি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ার ইদলিব প্রদেশের বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলার খবর দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তাকফিরি গোষ্ঠী জাবহাত ফতেহ আশ শামের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে । তবে কোনো বেসামরিক এলাকায় হামলার ঘটনা ঘটেনি।

জাবহাত ফতেহ আশ শাম গোষ্ঠীটি এর আগে আন-নুসরা নামে পরিচিত ছিল। রুশ বিমান ঘাঁটি হেমেইমিম থেকে উড়ে গিয়ে সেখানে হামলা চালানো হয়েছে।

ঘনবসতি এলাকায় বিমান হামলার খবর সত্য নয় বলে বিবৃতিতে দাবি করা হয়।

এদিকে, সিরিয়ার সরকার ও মিত্র বাহিনীর সেনারা ইদলিবে স্থল অভিযানের প্রস্তুতি অব্যাহত রেখেছে। খুব শিগগিরই ইদলিবকে সন্ত্রাসীমুক্ত করতে সেখানে সেনা অভিযান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে আমেরিকা ইদলিবে অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে। সন্ত্রাসীদের বাঁচাতে নানা অজুহাতে আমেরিকা সেখানে অভিযান ঠেকাতে চাইছে বলে সিরিয়ার সরকার ও মিত্র বাহিনী অভিযোগ করেছে।

২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সরাসরি সন্ত্রাসীদের মদদ দিয়ে আসছে। পার্সটুডে

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ