শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ভারতে ৫.৪ মাত্রার ভূমিকম্প; কাপলো বাংলাদেশও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কোকরাজহারে আজ সকালে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত করেছে। ভারতের ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪ মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পটি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, বিহার, অরুণাচলসহ বিভিন্ন রাজ্যে অনুভূত হয়েছে। খবর ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। আসামের রাজধানী গুয়াহাটির বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্প ১০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, রিখটারে স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এদিকে আজ সকালে বাংলাদেশের রাজধানী ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে আজ বুধবার সকালে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায়ও মৃদু কম্পন অনুভূত হয়েছে। সকাল ৫টা ৪৩ মিনিটে হরিয়ানার ঝাজজারে ৩ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। আর জম্মু ও কাশ্মীরে সকাল ৫টা ১৫ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এদিকে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ