সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


মিরসরাইয়ে ৫দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরসরাইয়ে ৫দিন ধরে আব্দুল আজিজ (১০) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এফদার আলী টেন্ডল বাড়ির মোঃ আলমের পুত্র। এই বিষয়ে আজিজের পিতা বাদি হয়ে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়রী (নং ১৩৫৯) দায়ের করেন।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

জানা গেছে, আজিজ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস হাফেজিয়া মাদরায় হোস্টেলে থেকে পড়াশোনা করতো। গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে তাঁর পিতা মাদরাসায় খবর নিতে গেলে শিক্ষকরা জানায় আজিজ বাড়িতে গেছে। কিন্তু সে বাড়ি যায়নি।

পরে আত্মীয় স্বজনের বাড়ি ও বিভিন্ন এলাকায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি। যাওয়ার সময় আজিজের গায়ে সাদা পাঞ্জাবী ছিলো। গায়ের রং ফর্সা। মুখমন্ডল গোলাকার। উচ্চতা ৪ফুট ৫ ইঞ্চি। সে মিরসরাইয়ের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নম্বরে (০১৭২৪৫১৩৮৮২) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পিতা।

এই বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, এক মাদরাসা ছাত্র নিখোঁজের বিষয়ে থানায় ডায়রী করা হয়েছে। আমরা বিভিন্ন থানায় ওই ছাত্রের ছবি সহ ম্যাসেজ পাঠিয়ে দিয়েছি এবং খোঁজ খবর নিচ্ছি।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ