বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ইত্তেহাদুল ওয়ায়েজীন এর সভাপতি হলেন মুফতি নাসির, মহাসচিব সাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের উদিয়মান তরুণ বক্তাদের সংগঠন ‘ইত্তেহাদুল ওয়ায়েজীন বাংলাদেশ’ এর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বিকাল ৩ টায় অনষ্ঠিত হয় কাউন্সিল সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অাহবায়ক মুফতি নাসির অাল হাদ গলমুকাপনী।

ইত্তেহাদের সদস্য,ত রুণ লেখক, সাহিত্যিক মাওলানা সুলতান অাফজল অাইয়্যূবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বর্ষিয়ান রাজনীতিবীদ, মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, যুগ্ন মহাসচিব ইসলামী অান্দোলন বাংলাদেশ।

বিশেষ অতিথি ছিলেন,মাওলানা মুজিবুর রহমান হামিদী, অামীর বাংলাদেশ খেলাফত অান্দোলন ঢাকা মহানগরী, মাওলানা এনামুল হক মুসা, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগরী। বিশিষ্ট গবেষক, সংগঠক, মাওলানা রুহুল অামীন সাদী, বিশিষ্ট রাজনীতিবীদ, মুফতি সুলতান মুহিউদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অাকর্ষণ ছিলেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শাইখুল কুররা শায়খ অাহমদ বিন ইউসূফ অাল অাযহারী।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

বক্তব্য রাখেন বিশিষ্ট অালেম, মুফতিমাহবুবুর রহমান বিন্নুরী, বিশিষ্ট মুফাস্সির হাফেজ মাওলানা দেলওয়ার হোসাইন তাহেরপুরী, প্রখ্যাত মুফাস্সির মুফতি রেজওয়ান রফিকী, ইনসাফ টুয়েন্টিফোর টডকম এর পরিচালক সৈয়দ খন্দকার মাহফুজ, ফোকাস বাংলার সাংবাদিক, সাজেল অাহমদ সহ অারো অনেকেই।

বক্তাগণ বলেন, ইত্তেহাদের কাজ হবে সংগবদ্ধভাবে কুরঅান-সুন্নাহর সঠিক ব্যাখ্যা সমাজে পৌঁছে দেয়া এবং বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে বিষয় ভিত্তিক অালোচনা করা, যাতে মানুষ বেশি উপকৃত হতে পারে।

কাউন্সিলে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন, মুফতি নাসির অাল হাদী গলমুকাপনী।

নির্বাহী সভাপতি, মুফতি অাল অামিন অাড়াই হাজারী।

সিনিয়র সহ-সভাপতি, মুফতি ইয়াকুব অাল কারিমী।

সহ-সভাপতি, মাওলানা সাব্বির অাহমদ উসমানী, মুফতি অাব্দুর রব ইউসূফী, মাওলানা হারুনুর রশিদ খান, মাওলানা তরিকুল ইসলাম।

মহাসচিব, হাফেজ মাওলানা অাবুল হাসান সাদী, সিনিয়র যুগ্ন মহাসচিব, মুফতি তাজুল ইসলাম, যুগ্ন মহাসচিব, মাওলানা অাতিকুর রহমান অাজিজী, মুফতি মাকসুদুর রহমান, হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম রংপুরী, মাওলানা শাহ অাতাউল্লাহ খামেরী।

সাংগঠনিক সম্পাদক, মুফতি রুহুল অামীন নুরী, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক, মুফতি লিয়াকত হোসাইন জিহাদী, সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা মনজুর অাহমদ অাজমী, হাফেজ মাওলানা ইমরান হুসাইন বিপ্লবী, মাওলানা অাঃ অাওয়াল বিন রাফিক, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম অানসারী, মাওলানা অাব্দুল করীম।

বায়তুল মাল সম্পাদক, হাফেজ মাওলানা জাবের অাহমদ শহিদী, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম অানসারী, মাওলানা কাউসার অাহমদ নোমানী।

প্রচার সম্পাদ, মাওলানা বশির অাহমদ সৌরভী, সহ-প্রচার সম্পাদক, মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মুফতি অাবুল হাসান জমিরী, হাফেজ মাওলানা অাবু সাঈদ, মুফতি নুরুল ইসলাম।

মিডিয়া সম্পাদক, মাওলানা এহসানুল হক জাকারিয়া, সহ-মিডিয়া সম্পাদক, মাওলানা অাব্দুল অাজীজ সিরাজী।

অান্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মুফতি সাইফুল্লাহ তারাজ (কুয়েত)

প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা সিরাজুল ইসলাম অানসারী, সহ-সম্পাদক, সুলতান অাফজাল অাইয়্যুবী, মাওলানা ইয়াসিন অাহমদ বুরহান, মাওলানা মুস্তাফিজুর রহমান।

সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা অাবদাল হোসাইন, মুফতি উবায়দুল্লাহ, হাফেজ মাওলানা নেসার উদ্দীন শিহাবী।

অফিস সম্পাদক, মাওলানা নাসির উদ্দীন।

আগামী সংসদে দেখা যেতে পারে ডজনখানেক আলেম সাংসদ

তাবলিগ বিষয়ে ভিন্নমত দিয়েছি, আলেমদের বিরোধিতা করিনি: ইয়াহইয়া মাহমুদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ