বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের ১ম জানাজা অনুষ্ঠিত; রাতে দাফন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সিনিয়র উস্তাদ, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ৩ টায় লালবাগ জামিয়ার মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন লালবাগ মাদরাসার মুহাদ্দিস ও মুফতি ফজলুল হক আমিনী রহ. এর সহকর্মী মাওলানা আবদুল হাই।

রাসুল (সা.)-এর মুজিযা-মাওলানা আহলুল্লাহ ওয়াসেল

আজ রবিবার দুপুর পৌনে ১২ টায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

দুপুরে অনুষ্ঠিত জানাজা নামাজে লালবাগ মাদরাসার ছাত্র শিক্ষকসহ এলাকার ধর্মপ্রাণ হাজারও মানুষ অংশ নেন।

জানাজায় মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, অধ্যাপক লোকমান হোসাইনসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৩ টায় প্রথম জানাজা শেষেই মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের লাশ দাফনের জন্য নরসিংদীর মনোহরদীর উদ্দেশ্যে নেয়া হয়।

এলাকায় তার দ্বিতীয় জানাজায় শরীক হবেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

বাদ এশা তার নিজ গ্রাম মনোহরদীর শেখের গাঁওয়ে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের জন্ম নরসিংদীর মনোহরদীতে। তবে তার শৈশব কেটেছে নানা বাড়ি ময়মনসিংহের ইশ্বরদীতে।

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

মাওলানা আহলুল্লাহ ওয়াসেল জামিয়া নূরিয়াতে জামাতে জালালাইন পর্যন্ত পড়াশোনা করেন। সে কারণে হাফেজ্জি হুজুর রহ. এর সাহচর্য পেয়েছেন।

তিনি দাওরায়ে হাদিস শেষ করেন লালবাগ জামিয়া থেকেই। তারপর মুফতি ফজলুল হক আমিনী রহ. এর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সে সুবাদে সব সময় হুজুরের কাছেই থাকতেন তিনি। মুফতি আমিনীও তাকে অত্যন্ত মহব্বত করতেন।

মাওলানা আহলুল্লাহ ওয়াসেল একসময় ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক ছিলেন। লিখেছেন বিভিন্ন বই। যে কারণে মিডিয়ায় পরিচিত মুখ হয়ে ওঠেন।

ব্যক্তিগতভাবে তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক। তার দুই ছেলে মাদানীনগর ও আল কাউসার মাদরাসায় পড়াশোনা করছে।

ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের ইন্তেকাল
আমরা ম‌নোহরদীবাসী আবার এতিম হলাম

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ