বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

লক্ষ্মীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আলোর দিশারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) এর ২০১৭-১৮ সেশনের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায (A+) ও সিরিয়ালপ্রাপ্ত ছাত্রদের বিশেষ সংবর্ধনা দিয়েছে লক্ষীপুর জেলার মেধাবীদের সংগঠন আলোর দিশারী সাহিত্য কাফেলা।

দুই সেশনের সর্বমোট ২১৯ জন মেধাবী ছাত্রদের হাতে শুভেচ্ছা স্মারক, ক্রেস্ট ও মূল্যবান বই তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান মেহমান দেশবরেণ্য লেখক, মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন।

লক্ষীপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-মুঈন ইসলামী একাডেমী মিলনায়তনে আলোর দিশারীর মিডিয়া ও প্রচার সম্পাদক বি. এম আমীর জিহাদীর সঞ্চালনায় দুপুর ২:৩০ থেকে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম।

বিশেষ অতিথির বক্তব্যে টুমচর আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হারুন আল মাদানী বলেন, চলমান ও ভবিষ্যৎ ফেতনার মোকাবেলায় ছাত্রদের আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে আলোর দিশারীর প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি পর্যন্ত সাংগঠনিক সকল কার্যক্রম তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ আরাফাত।

তিনি বলেন, লক্ষ্মীপুর জেলার মাদরাসা ছাত্রদের সমাজ ও দেশ গঠনের কাজে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে আলোর দিশারী সাহিত্য কাফেলা।

তিনি কৃতি শিক্ষার্থীদের সংগঠনের সাথে যুক্ত হয়ে সংগঠনকে গতিশীল ও কার্যকরী করার আহবান জানান ৷

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্রজীবনে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন না করতে পারলে কর্মজীবনে বিশাল এক শূন্যতা তৈরি হয়। এজন্য নিরলস অধ্যয়নের কোনো বিকল্প নেই এবং অধ্যয়নের অন্তরায় সকল বস্তু পরিহার করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বেফাক সভাপতি মাওলানা আব্দুল হান্নান, জেলা বেফাক সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ, রামগতি কলাকোপা মাদরাসার শায়খে সানী মাওলানা আখতার হুসাইন, মাদরাসাতুন নুর রাখালিয়ার মোহতামিম মাওলানা নূরুদ্দিন, রামগঞ্জ আল-আমিন মাদরাসার মোহতামিম মাওলানা রুহুল আমিন, লুধুয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মহিউদ্দিন, দৈনিক আলোকিত বাংলাদেশ এর সহ-সম্পাদক মাওলানা আমিন ইকবাল।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মুফতি হাবিবুল্লাহ, মাওলানা গাজী মাসুম বিল্লাহ্ , সাধারণ সম্পাদক মাওলানা ইউছুফ, মুফতি আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিসবাহ বিন নুরী, অর্থ সম্পাদক মাওলানা কাওসারসহ প্রমুখ ৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ