শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪ পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন নিয়ে যা বললেন ইসি গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ায় শুরু হলো তুর্কি-মার্কিন যৌথ সামরিক প্রশিক্ষণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার জানায়, উত্তর সিরিয়ায় মানবিজের চারপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানের প্রশিক্ষণ শুরু করেছে।

জেনারেল হুলুসি আকর বলেন, ‘যৌথ অভিযান সম্পর্কিত কার্যক্রম নিয়ে মানিবিজে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রে সশস্ত্র বাহিনীর যৌথ প্রশিক্ষণ শুরু হয়েছে।’ ‘দা ডিফেন্স পোস্ট’

তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সেনারা মঙ্গলবার থেকে যৌথ প্রশিক্ষণ ও মিলিত টহল দেবে সিরিয়ার মানবিজে। ‘মানবিজের নিরাপত্তার স্বার্থে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সেনারা যৌথ প্রশিক্ষণ ও মিলিত টহল অনুষ্ঠিত হবে’ বলে খবর জানিয়েছে তুরস্কের প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘আনাদোলু এজেন্সি’ সংবাদ মাধ্যম।

‘দক্ষিণ তুরস্কের গাজিয়ান্তেপে ২ অক্টোবর থেকে প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পৌছেঁছে। ভবিষ্যতে সন্ত্রাসীদের কার্যক্রম প্রতিরোধ করা এবং ওই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ টহল কার্যক্রম শুরু হবে’ বলে যুক্ত করেন জেনারেল হলুসি।

মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোতেল ৪ অক্টোবর জানিয়েছিল, ‘আমরা এই মুহূর্তে আমাদের তুর্কি অংশীদারদের সঙ্গে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছি।

প্রশিক্ষণের জন্য এটি শুরু হয়েছে এবং আমরা খুব শীঘ্রই এখানে সমষ্টিগত প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছি। তারপরে আমরা একটি স্থিতিশীল পরিস্থিতির দিকে অগ্রসর হব, ইতোমধ্যেই মানবিজে একটা স্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান।’

মানিবিজের ভেতর ও বাঁধের আশপাশের ওয়াইপিজি ও পিকেকে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে।

হুলুসি আকার এই বিষয়ে বলেন যে, আমরা বিষয়টি সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা দিয়েছি। এছাড়া আমাদের নিজস্ব পদক্ষেপও গ্রহণ করেছি। সন্ত্রাসী দলের অবশ্যই জানা উচিত যে যখন সময় হবে তখন সন্ত্রাসীদের খনন করে দাফন করা হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এটি/আওয়ারইসলাম

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ