বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

হারমোনিয়াম ও তবলা কিনতে পাঁচ শতাধিক স্কুলে ২ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংস্কৃতিচর্চায় দেশের ৫ শতাধিক স্কুলে বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে। যার মধ্যে ১৯টি জেলার প্রতিটিতে ১০টি করে মোট ১৯০ মাধ্যমিক বিদ্যালয়ে ১টি হারমোনিয়াম ও ১টি তবলা সেট ক্রয়ের জন্য বরাদ্দ দেয়া হচ্ছে।

এ বাবদ প্রতিটি স্কুল পাচ্ছে ১৫ হাজার টাকা। যাতে মোট ব্যয় হবে ২৮ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে এই ১৯০টি স্কুলসহ মোট ৫০টি জেলার ৫১০টি স্কুলের প্রতিটিতে একজন প্রশিক্ষক ও একজন তবলচির ৯ মাসের সম্মানী (অক্টোবর ২০১৮-জুন ২০১৯) বাবদ ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা মঞ্জুরি প্রদান করা হয়েছে। সবমিলিয়ে ২০১৮-২০১৯ র্অথবছরে এ বাবদ প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

‘সাংস্কৃতিক চর্চা’ শীর্ষক এ কার্যক্রমের অর্থ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পরিচালন কার্যক্রমের আওতায় সাধারণ কার্যক্রমাধীন সাংস্কৃতিক মঞ্জুরি খাতের বরাদ্দ থেকে মেটানো হবে। এরই মধ্যে বিভিন্ন জেলায় এ কার্যক্রমের বরাদ্দকৃত অর্থ পৌঁছে গেছে বলেও জানা গেছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হলি আর্টিজান ঘটনার পর থেকেই সরকারের নানা পর্যায় থেকে এই ধরনের উদ্যোগ শুরুর জন্য তাগিদ ছিল। তারই অংশ হিসেবে ‘সংস্কৃতি চর্চা’ নামের কার্যক্রমটি শুরু হয়।

তবলা বা হারমোনিয়াম বাবদ এককালীন একটি অর্থ বরাদ্দ ছাড়া প্রতি মাসে একজন প্রশিক্ষক ২ হাজার টাকা এবং একজন তবলচি ১৫শ’ টাকা সম্মানী পাচ্ছেন। অধিকাংশ জেলায়ই বরাদ্দকৃত অর্থ এরই মধ্যে পৌঁছে গেছে বলে জানান এ কর্মকর্তা।

[মালিবাগে চালু হয়েছে অত্যাধুনিক হিজামা সেন্টার। নবীজি সা. নির্দেশিত এ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে সুস্থ থাকুন। হার্টের রোগ, কিডনির, লিভারের ও স্ট্রোকসহ শরীরের বাত ব্যথার জন্য খুবই উপকারী হিজামা: যোগাযোগ ০১৮৫৮১৪১৮৪৬]

আরো পড়ুন-
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘ভুল থেকে সরে এলে আমরা পুনরায় মাওলানা সাদকে মানতে রাজি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ