বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও ডিসিকে স্মারকলিপি পেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আসহাব উদ্দিন: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও তফসীল ঘোষণার পর সেনা মোতায়েনসহ ১০ দফা দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আজ রবিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান পুলিশী বাধা সত্বেও সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে।

বিকাল ৩ টায় কোর্ট বিল্ডিং সংলগ্ন সরকারি মুসলিম হাইস্কুলের সামনে জমায়েত শেষে নগর সভাপতি ও কেন্দ্রীয় নেতা আলহাজ্ব জান্নাতুল ইসলাম ও নগর সেক্রেটারি আলহাজ্ব আল মুহাম্মদ ইকবালের নেতৃত্বে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন নেতাকর্মীরা।

মিছিল পুর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী মেনে নিয়ে সংসদ ভেঙে দিতে এবং সব দলের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, নগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাসেম মাতুব্বর, নগর সেক্রেটারি আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম ১০ চান্দগাও-বোয়ালখালী আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ডাক্তার ফরিদ খান।

সন্দীপ আসনের প্রার্থী সাবেক ছাত্রনেতা মাওলানা মনসুরুল হক জিহাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, নগর জয়েন্ট সেক্রেটারি ডাক্তার রেজাউল করিম, মাওলানা সানাউল্লাহ নুরী, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা জসিম উদ্দীন, শ্রমিক নেতা ইব্রাহিম খলিল, আবু তাহের প্রমুখ।

বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গেলে পুলিশ পথ রোধ করে। পরে সেখান থেকে আলহাজ্ব জান্নাতুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

উল্লেখ্য: গত ৫ অক্টোবর জাতীয় মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম জেলায় জেলায় ভিক্ষোভ মিছিল ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।

আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ