আওয়ার ইসলাম: সৌদি আরবের বর্তমান বাদশাহ ও যুবরাজের সমালোচক সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা মৃতদেহ গুম করে ফেলা নিতান্তই সমালোচকের মুখ বন্ধ করার জন্য নয়। এর পেছনে বৃহৎ পরিকল্পনা ও সুনির্দিষ্ট লক্ষ্য আছে বলে মনে করছেন তুর্কি বিশ্লেষকরা।
সম্প্রতি সৌদি আরবের স্বীকারোক্তিমূলক বিবৃতির মধ্য দিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘মধুচন্দ্রিমা’র যবনিকাপাত হলো। তুরস্কের দাবি, যুবরাজের নির্দেশেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যা সংঘটিত হয়েছে। দেশটি দাবি করেছে, খাশোগি খুন হয়েছেন এবং এ বিষয়ে ‘সত্যটা’ তারা শিগগিরই প্রকাশ করবে।
তুরস্ক বলছে, হাতাহাতির কথা তুলে প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সৌদি আরব। ক্ষমতাসীন দলের এক মুখপাত্র বলেছেন, সত্য ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ দেবে না আঙ্কারা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে একেপি পার্টির নেতা ওমর সেলিক বলেন, ‘যা ঘটেছে, তা-ই প্রকাশ করবে তুরস্ক।’ তিনি বলেন, ‘এ বিষয়ে কারও মনে কোনো সন্দেহ থাকা চলে না। আগেভাগেই আমরা কাউকে দোষী সাব্যস্ত করছি না। কিন্তু ধামাচাপা দেওয়ার কোনো বিষয়ই আমরা গ্রহণ করব না।’
এদিকে সৌদি আরবের স্বীকারোক্তির পর বাদশা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সূত্র: বিবিসি
আরো পড়ুন- এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!