আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস শহরে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন।এ ঘটনা ঘটে শনিবার স্থানীয় সময় রাত ২টার দিকে।ইউএনবি।
নিহতরা হলেন- ফেনীর সোনাগাজীর চরমজলিশপুরের আনোয়ার হোসেন, তার ভাই মোশারফ হোসেন, তাদের মামা দাগনভূঞার জগতপুর গ্রামের মোমিনুল হক এবং জামালপুর জেলার মোহাম্মদ ইব্রাহীম।
নিহতদের মধ্যে তিনজন ওই দোকানের কর্মচারী, আরেকজন বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি জানান, রাজশাহীর নুরুল আলমের মালিকানাধীন দোকানে স্থানীয় সময় রাত ২টায় আগুন লাগে। এসময় নিহতরা দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার তারা চেষ্টা করেও দোকান থেকে বের হতে পারেননি।
স্বজনদের অভিযোগ, সন্ত্রাসীরা বাইরে থেকে তালা লাগিয়ে দোকানে আগুন দিয়েছে।
আরো পড়ুন- এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!