শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ভারতকে আবারো আলোচনায় বসার প্রস্তাব ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরীহ কাশ্মীরিদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

টুইটে ইমরান লিখেছেন,  রোববার সাত নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে কাশ্মীরে। তাদের মধ্যে ছ’‌জনের মৃত্যু হয়েছে জঙ্গিদের ছোড়া বিস্ফোরকে।

আর একজন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন। এটা একেবারেই কাম্য নয়। নিরপরাধ কাশ্মীরিদের মৃত্যু বন্ধ হওয়া দরকার। আলোচনার মাধ্যমেই এই সমস্যা সমাধান সম্ভব। ভারতকে আলোচনায় বসা উচিত’‌।

এক্ষেত্রে জানিয়ে রাখা জরুরি পাকিস্তানেই আস্তানা জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠির। সেই দেশ থেকেই জঙ্গিরা প্ররোচনা পেয়ে ভারতে একের পর এক নাশকতা চালিয়ে যাচ্ছে। কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতির জন্য দায়ী পাকিস্তানই। এমনটাই দাবি ভারতের।

গত সেপ্টেম্বর ইমরান ভারতকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল। তাতে ভারত সম্মতও হয়েছিল। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে পাক বিদেশমন্ত্রীর আলোচনায় বসার কথা ছিল।

কিন্তু সেই প্রস্তাবের কয়েকদিনের মধ্যেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এক বিএসএফ সেনাকে হত্যা করে তার অঙ্গচ্ছেদ করা হয়।

এই ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে দাবি করে ভারত সেই আলোচনায় বসার সিদ্ধান্ত বাতিল করে দেয়। তার এক মাসের মধ্যেই ইমরান খান কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য ভারতকে আলোচনায় বসার আহ্বান জানালেন।

অারো পড়ুন-
আমিনুল ইসলাম মামুন; শোলাকিয়া থেকে কোটি হৃদয়ে
যুক্তরাজ্যের স্কুলগুলোতে জনপ্রিয় হয়ে ওঠছে হিজাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ