শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


মার্কিন জোটের যুদ্ধাপরাধ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিন: জাতিসংঘকে সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তরাঞ্চলে সম্প্রতি মার্কিন বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া।

জাতিসংঘের মহাসচিব এবং সংস্থাটির নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে লেখা আলাদা চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল সা.

গত শুক্রবার সিরিয়ার দেইর আয জোর প্রদেশের আল সাওসা এবং আল-বুবারদান গ্রামে মার্কিন বিমান হামলায় ৬২ বেসামরিক ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া হামলায় বহু ব্যক্তি আহত হয়। চিঠিয়ে বলা হয়েছে, এ বর্বরোচিত হত্যাকাণ্ডের মাধ্যমে আরেকবার প্রমাণিত হচ্ছে যে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের প্রতি কোনো ধরনের সম্মান প্রদর্শন করছে না মার্কিন নেতৃত্বাধীন জোট।

চিঠিতে আরো বলা হয়েছে, সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে জোট লড়াই চালাচ্ছে বলে তারা যে দাবি করছে তা ডাহা মিথ্যা। বাস্তবতা হচ্ছে তারা এ গোষ্ঠীকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে।

মার্কিন জোটের এসব অপরাধযজ্ঞ বন্ধে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা নিতে চিঠিতে নিরাপত্তা পরিষদের কাছে জোর আহ্বান জানানো হয়েছে। সূত্র: সানা

অারো পড়ুন-
সংবর্ধনার দাওয়াত নিয়ে গণভবনে যাচ্ছেন আল্লামা শফী
আমিনুল ইসলাম মামুন; শোলাকিয়া থেকে কোটি হৃদয়ে
যুক্তরাজ্যের স্কুলগুলোতে জনপ্রিয় হয়ে ওঠছে হিজাব
প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লামা আহমদ শফীর সাক্ষাৎ সন্ধ্যায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ