শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


সিএমএম আদালতে ব্যারিস্টার মইনুল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানির মামলায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে হাজির করা হয়েছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তার বিরুদ্ধে মামলার শুনানি চলছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে হাজির করা হয়।

গতকাল রাজধানীর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গত ১৬ অক্টোবর বেসরকারি ৭১ টেলিভিশনের একটি টকশোতে একটি প্রশ্নের জের ধরে  সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন উল্লেখ করলে তার বিরুদ্ধে মামলা হয়।

ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মাসুদা ভাট্টি।

এরপর দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। তবে মাসুদা ভাট্টি ও জামালপুরের মামলায় তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। কুড়িগ্রামে দায়ের করা মামলায় আগাম জামিনের জন্য আবেদন করেন। এর বাইরেও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে।

সৌদির সঙ্গে ১ হাজার ৩শ’ কোটি ডলারের অস্ত্রচুক্তি বাতিল করছে কানাডা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ