বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের হাবিব নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকায় প্রাইভেটকার ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাংলাদেশের হাবিবুর রহমান (৩৩) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল (১ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় দক্ষিণ আফ্রিকার ক্যাপটান শহর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামের জয়নাল বেপারীর ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক।

এ ঘটনা নিশ্চিত করে নিহতের বন্ধু আবুল কালাম জানান, দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করতের বাংলাদেশের সিংগাইরের হাবিবুর রহমান। ক্যাপটান শহরসহ বিভিন্ন শহরে তার ১০টি দোকান রয়েছে। একই সঙ্গে নিহত হাবিব অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক আনা-নেয়ার ব্যবসা করতেন।

ওই দিনগত সন্ধ্যায় ব্যবসা-সংক্রান্ত ব্যাপারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে তিনি মুনটকি শহরের বাসা থেকে প্রাইভেটকারে ক্যাপটান শহরে যান।

সেখান থেকে বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ শহরে ফেরার পথে রবারসন এলাকায় তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই হাবিব নিহত হন।

হাবিবুর দীর্ঘদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে মুগডান শহরে ৭-৮ বছর ধরে বসবাস করছিলেন। আগামী ১০ নভেম্বর রাতে ফ্লাইটে বাংলাদেশে আসার কথা ছিল।

নিহতের লাশ দেশে আনার ব্যাপারে তার ভাবিসহ আত্মীয়রা কাগজপত্র ঠিকঠাক করছেন। হয়তো আগামী সোম বা মঙ্গলবার লাশ বাড়িতে আনা হবে বলে নিহতের ছোট ভাই আলামিন জানান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু বলেন, ছেলের মৃত্যুর খবর শুনে পরিবারে বাবা জয়নাল বেপারী পাগলপ্রায়। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছাড়াই নেমে এসেছে।

খুনিদের সঙ্গে ঐক্য দেশবাসী প্রত্যাখ্যান করবে: কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ